Sylhet Today 24 PRINT

সিলেটে বিশ্ব বেতার দিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৯

বেতার একটি ঐতিহ্যবাহী গণমাধ্যম। বেতার সময়ের সাথে সাথে যুগের চাহিদা অনুযায়ী অনুষ্ঠানমালা প্রচার অব্যাহত রেখেছে। তথ্য প্রযুক্তির বিকাশের সাথে তাল মিলিয়ে বেতার তার অনুষ্ঠানমালা সফল ও সুউপযোগী উপায়ে শ্রোতাদের কাছে পৌছানোর জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিযোগিতার মুখোমুখি হয়েও বেতার নিজস্ব অনুষ্ঠান বৈচিত্রের মাধ্যমে সকল ধরনের শ্রোতাদের কাছাকাছি থাকার চেষ্টা করছে।

বিশ্ব বেতার দিবস ২০১৯ উপলক্ষে বুধবার বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে বক্তাগণ এসব কথা বলেন।

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কাটেন ও র‌্যালী উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের গুনী শিল্পী সুষমা দাস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।

সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক সমরেন্দ্র বিশ্বাস, আল-আজাদ, কথা সাহিত্যিক জামান মাহ্বুব, সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রাক্তন সভাপতি নাজনীন হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট বিভাগের প্রতিনিধি ও বেতারের গীতিকার শামসুল আলম সেলিম, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী মানওয়ার হোসেন খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্য ব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক, মোঃ হাবিবুর রহমান, সহকারী পরিচালক পবিত্র কুমার দাশ, আশিক-উর-রহমান, মোঃ দেলোওয়ার হোসেন, সহকারী আঞ্চলিক প্রকৌশলী মেহেরাজ আহমদ, উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুনির্মল কুমার দেব মিন, কবি ও গীতিকার লাভলী চৌধুরী, গীতিকার আজহার উদ্দিন জাহাঙ্গীর, সাংবাদিক আফম সাইদ, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, নাট্য শিল্পী সুবল চন্দ্র দেব, শিল্পী রানা কুমার সিনহা, সাংবাদিক সামির মাহমুদ, এম. রহমান ফারুক, নাট্য শিল্পী সাখাওয়াত আলী শাহী। রেডিও পল্লী কন্ঠ শিল্পী, কলাকুশলী ও সিলেট কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, নিজস্ব শিল্পী, নৈমিত্তিক শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.