Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পিআইবির প্রশিক্ষণ সমাপ্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তনে শেষ হয়েছে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউট এর আয়োজনে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির পরিচালক মো. ইলিয়াস ভুঁইয়া।

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএসএম আজাদুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পিআইবি সমন্বয়কারী পারভীন এস রাব্বি, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট (ইমজা) মৌলভীবাজারের সহসভাপতি আহমেদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী প্রমুখ।

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এর আগে গত ১১ জানুয়ারি সোমবার এই প্রশিক্ষণ শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.