Sylhet Today 24 PRINT

পেরুয়ার বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ করার আশ্বাস সুনামগঞ্জ পুলিশ সুপারের

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

সুনামগঞ্জের দিরাই-শাল্লার ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে এসে দিরাই উপজেলার শ্যামারচরে পেরুয়া গণহত্যার বধ্যভূমি পরিদর্শন করেন পুলিশ সুপার বরকত উল্লাহ।

এসময় তিনি বধ্যভূমিতে ময়লা-আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন এটা আমাদের জাতির জন্য লজ্জাজনক। তিনি এই বধ্যভূমিতে একটি স্মৃতিস্তম্ভ করে দেয়ার আশ্বাস দেন সকলকে। সেই সাথে তিনি আরো জানান জেলা প্রশাসন এই বধ্যভূমিটি সংস্কারের জন্য একটি প্রকল্পও হাতে নিয়েছেন।

বুধবার তিনি পেরুয়া গণহত্যার বধ্যভূমি পরিদর্শনকালে আরো বলেন ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এখানে গণহত্যা চালিয়েছিল। পবিত্র এই স্থানটি এভাবে ময়লার স্তূপে পরিণত হওয়াটা শ্যামারচরবাসিদের জন্য অত্যন্ত দুঃখ ও কষ্টের কথা এবং জাতির জন্য লজ্জার। ওইসময় স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, এই বধ্যভূমির অনেক জায়গা বাজারের দখলে চলে গেছে।  

উল্লেখ্য, দিরাই উপজেলার শ্যামারচর ও পেরুয়া গ্রামে ১৯৭১ সালের ৬ডিসেম্বর পাক হানাদার ও তাদের দোসররা এই স্থানেই গণহত্যা করেছিল। সেই সাথে স্থানীয় লোকজনের ঘরবাড়িও আগুনে জ্বালিয়ে দিয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.