Sylhet Today 24 PRINT

বড়লেখায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি |  ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেছরিগুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বড়লেখা-ডিমাই সড়কে এই মানববন্ধন করে।

আহত শিক্ষার্থী রহিমা আক্তার ওই বিদ্যালয়ের ছাত্রী। গত শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের সামনে মাটি বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কায় সে আহত হয়। আহত শিক্ষার্থী রহিমান আক্তার বর্তমানে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কেছরিগুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নিরাপদ সড়কের দাবি জানানো হয়। এছাড়া মানববন্ধনে বিদ্যালয়ের সামনে সড়কে দুটি স্থানে স্পিড ব্রেকার স্থাপন, স্কুল চলাকালীন সময়ে মাটি বহনকারী ট্রাক্টর চলাচল বন্ধ ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরফ উদ্দিন নবাব, প্রধান শিক্ষক জাহিদ আহমদ খান, সহকারী শিক্ষক ফয়ছল আহমদ, ফরহাদ হোসেন দুলাল, বিশু চন্দ্র দে, আব্দুস শুক্কুর, মীর মোহাম্মদ হোসেন আহমদ, শুভ আহমদ, রুমা রাণী দে, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আজিজুর রহমান চৌধুরী, দাতা সদস্য খালেদ আহমদ, অভিভাবক সদস্য লুলু মিয়া, রূপাই মিয়া, ফয়জুর রহমান, সাবেক অভিভাবক সদস্য বেলাল আহমদ, দশম শ্রেণীর শিক্ষার্থী রুসনা বেগম, ইশতিয়াক হোসেন মাহী, ৮ম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন চৌধুরী ও ৭ম শ্রেণীর ছাত্রী রুবাইয়া নবাব সুমী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.