Sylhet Today 24 PRINT

জুড়ীতে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জুড়ী প্রতিনিধি |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে ক্ষতিকর রং , পোড়া তেল ব্যবহার করে হোটেলে রান্না করাসহ বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯  ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সহযোগিতা করে জুড়ী থানা পুলিশ।

অভিযান কালে পোস্ট অফিস রোডে অবস্থিত মাহজেরিন ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং হাজী নবীন আলি ম্যানশনে অবস্থিত সেন্ট্রাল ফার্মেসিকে ২  হাজার টাকা ও জুড়ী বাজারে অবস্থিত সুলতান রেস্টুরেন্টকে ১ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.