Sylhet Today 24 PRINT

দেশে আইনের শাসন প্রতিষ্টা হয়েছে: মৌলভীবাজারে আইনমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৯

বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্টা হয়েছে, কোন অন্যায়কারী বাংলাদেশ থেকে বিনা বিচারে পালাতে পারবে না। এমনটি বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক। মঙ্গলবার রাত ৯টায় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আয়োজিত আলোচনা সভায় তিনি এমনটি বলেন।

মন্ত্রী আরো বলেন, জাতির পিতাকে হত্যার পর আমাদের ভয় ছিল, আমরা কি কি পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছি? শাহ আজিজ, আলিমসহ চিহ্নিত যোদ্ধাপরাধীরা যে ভাবে প্রতিষ্টিত হয়েছিল ভয় পাওয়ারই কথা ছিল। তবে সেই ভয়ের দিন আর নাই। দেশে আইনের শাসন প্রতিষ্টা হয়েছে, অপরাধীদের বিচার হয়েছে।

এর আগে মৌলভীবাজার জজ কোর্ট এলাকায় ২নং বার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাকান্ত দাশ গুপ্তের সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের এম পি নেছার আহমদ, জেলা দায়রা জজ শেখ আবু তাহের, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

পরে মন্ত্রী জেলা আইনজীবী সমিতি আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.