Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ১০৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২০ ফেব্রুয়ারী, ২০১৯

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের ৮টি উপজেলার ১০৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়াম্যান প্রার্থীরা।

বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্ণিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এর মধ্যে দলীয় প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একাধিক হলে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারনায় নেমে পড়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল বলেন, প্রার্থীদের প্রতীক দেয়ার পাশাপাশি তাদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আগামী ১০ মার্চ জেলার ৯ টি উপজেলার মধ্যে ৮ টিতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.