Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে স্বেচ্ছাশ্রমে পুকুর খনন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে ৫নং আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল-২ আশ্রয়ন প্রকল্পের বসবাসরত ২০টি পরিবারের নারী পুরুষ মিলে স্বেচ্ছাশ্রমে নির্মান করছেন পুকুর।


বুধবার সকাল ১১টায় নয়াখেল-২ আশ্রয়ন প্রকল্পের স্বেচ্ছাশ্রমে পুকুর খনন কর্মসূচী উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক এস.এম.তারিকুজ্জামান।


এসময় তিনি বলেন, ‘পুকুরটি মেরামত হলে সেখানে সরকারী অর্থায়নে পোনা অবমুক্ত করা হবে। পাশাপাশি বসবাসরতদের স্যানিটেশনসহ বিদ্যমান সকল সমস্যা সমাধানে সরকারী তৎপরতা এবং গৃহিত উদ্যোগ বাস্তবায়িত হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে সরকারের নানামুখী উদ্যোগ এবং প্রকল্প সমূহ দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প সমূহ বাস্তবায়িত হওয়ায় আশ্রয়ন প্রকল্প,গুচ্ছগ্রাম সমূহে বসবাসরত মানুষজন সুবিধা ভোগ করবে। শিক্ষা, বিদ্যুৎ, স্যানিটেশন,চিকিৎসাসহ তাদের যাবতীয় সমস্যা সমাধানে আন্তরিক রয়েছে সরকার।’


গোয়াইনঘাট উপজেলা সমবায় অফিসার আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা সমবায় অফিসার উম্মে মরিয়ম,সহকারি নিবন্ধক নেওয়াজ শরিফ,তানিয়া সুলতানা প্রমুখ।


এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম,গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন,বর্তমান যুগ্ম সম্পাদক আলী হোসেন,গোয়াইনঘাট সমবায় অফিসের পরিদর্শক নজির আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করছেন অফিস সহকারি গাজী আনিছুজ্জামান।


প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা অনুষ্ঠানের শেষাংশে উক্ত আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন। পাশপাশি আশ্রয়ন প্রকল্পের স্যানিটেশন এবং সেখানকার শিশুদের লেখাপড়ার খোঁজ খবর নেন। বিধায় লগ্নে প্রধান অতিথি নির্মিয়মান পুকুর পাড়ে একটি জারা লেবুর গাছও রোপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.