Sylhet Today 24 PRINT

নগরীর খুলিয়াটুলায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু বলেছেন, ‘সমাজের গরীব মানুষেরা তাদের মৌলিক অধিকার থেকে সব সময় বঞ্চিত। তারা ঠিকমতো চিকিৎসাসেবা পান না। তাই এই গরীব রোগীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক অন্যতম একটি দায়িত্ব। সমাজের বিত্তবানরা বছরে একবার হলেও তাদের জন্য ফ্রি চিকিৎসাসেবার ব্যবস্থা করতে পারেন। এতে গরীবরা উপকৃত হবেন।’

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) নগরীর খুলিয়াটুলা এলাকায় সিলেট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (সিলেট ম্যাটস)-এর পরিচালনায় ও সিলেট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন।

ক্যাম্পের সার্বিক আয়োজনে ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সেলিনা চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট ম্যাটের অধ্যক্ষ ডাক্তার প্রমথেশ কুমার, ওয়েলফেয়ার মেম্বার ডা. সোহাগ, প্রভাষক ডা. সুলতানা, প্রভাষক ডা. ফজল, ওয়েলফেয়ার মেম্বার আবদুল খালেক, ডা. জুবেদা আক্তার মুক্তা, বিমলেন্দু পাল ও ওয়েলফেয়ার ম্যাটস কবর্মকর্তা কাজী আশরাফুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.