Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলের ২টি স্কুলে একদল ফিনিক্সের মাতৃভাষা চর্চা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট (বি টি আর আই) উচ্চ বিদ্যালয় ও লাইফস গুড মডেল স্কুলে একদল ফিনিক্সের শুদ্ধ বাংলা উচ্চারণ কার্যক্রম 'মাতৃভাষা চর্চা' অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ও বেলা ১ টায় দুটি প্রতিষ্ঠানে কর্মশালা পরিচালনা করা হয়।

বিটিআরআই উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কবি জহিরুল মিঠু, একদল ফিনিক্স'র সদস্য সানজিতা শারমিন ও ভুপেন সেন নীল।

দ্যা লাইফস গুড মডেল স্কুলে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কাজী আসমা, সহকারী শিক্ষক রুমা পাল, সুব্রত দেব, মাহবুবা জাহান, খালেদা আক্তার,প্রথম আলো প্রতিনিধি শিমুল তরফদা, নাট্যকর্মী রাজন  দাস, ফিনিক্স আপনজন  আলী আহমদ  প্রমুখ।

একদল ফিনিক্সের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ইমনের সঞ্চালনায় দুটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন একদল ফিনিক্সের সভাপতি আবু বকর আল আমিন।

সিলেট সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগিতায় উক্ত কার্যক্রমে প্রকাশনা সহযোগী চৈতন্য প্রকাশনী। মাসব্যাপী মাতৃভাষা চর্চা কার্যক্রমে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধ বাংলা উচ্চারণ নিয়ে কাজ করছে নাট্য সংগঠন একদল ফিনিক্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.