Sylhet Today 24 PRINT

সিলেটে জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০১৯

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। শুক্রবার (১ মার্চ) সকালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় র‌্যালি।

এতে অংশ নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি অংশ নেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর রিকাবীবাজারের কাজী নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

অডিটোরিয়াম চত্বরে তথ্য ও সেবা কেন্দ্রে ইভিএম প্রদর্শন করা হয়। এ সময় ভোটাররা আঙুলের ছাপ দিয়ে ইভিএম পদ্ধতিতে ভোটদানের প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।

পরে সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলামের সভাপতিত্বে ভোটার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. আজবাহার ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.