Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

উপজেলা পরিষদ নির্বাচন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০১ মার্চ, ২০১৯

১৮ মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল উৎসবের আমেজ।

এদিকে প্রতীক পাবার পর নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রণধীর কুমার দেব, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আফজাল হক আনারস প্রতীকে এবং জাকের পার্টির আ. কাইয়ুম গোলাপ ফুল প্রতীক নিয়ে  প্রার্থী ও তাদের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অন্যদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা তালা প্রতীকে, পরিমল দাশ বাল্ব প্রতীকে, মো. এনাম হোসেন মামুন বই প্রতীকে, এম এ রহিম নোমানী মাইক প্রতীকে, হাসানুর রহমান দুলাল তোতাপাখি প্রতীকে, মো. লিটন আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী ফুটবল প্রতীকে, শিরিনা আক্তার কলস প্রতীকে, মিতালী দত্ত পদ্মফুল প্রতীকে, হাজেরা খাতুন হাঁস প্রতীকে নির্বাচন করছেন ৷

নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রণধীর কুমার দেব সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, বিগত ১০ বছরে উপজেলায় যে উন্নয়ন সাধিত হয়েছে, মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন হয়েছে তাঁরই ফলশ্রুতিতে এ বারও নৌকা মার্কায় জনগণ ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন।

স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হক বলেন, জনগণ পরিবর্তন চায়। তৃণমূলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং জনগণের অনুরোধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। সকল শ্রেণীর মানুষের মধ্যে বিপুল সাড়া লক্ষ্য করছি। ইনশাআল্লাহ, বিজয় সুনিশ্চিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.