Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপির ১১২ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০১৯

সিলেটে নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের আরো ১১২ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৪ মার্চ) সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাকিলা ফারজানা সুমু চৌধুরী দুটি মামলায় তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এ দুই মামলার আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

রোববার ৩ মার্চ আরো ৬৩ জন বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।

জামিন নামঞ্জুর হওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন রিপন, সদর ইউনিয়নের সভাপতি মকবুল আহমদ, সাধারণ সম্পাদক খলকু মিয়া।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত একটি সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

সোমবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.