Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মার্চ, ২০১৯

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমা থেকে ১০০ লিটার চোলাই মদ ও এক কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) দক্ষিণ সুরমা থানায় তাদের সোপর্দের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত ৪ ব্যক্তি হচ্ছেন- গাজীপুর জেলার শ্রীপুর থানার আক্তার মিয়ার ছেলে পান্না মিয়া (২০), হালিম মিয়ার ছেলে নওশাদ মিয়া (৩২), আব্দুল মালেক মিয়ার ছেলে এরশাদ মিয়া এবং সিলেটের ভার্থখলার আব্দুস সাত্তারের ছেলে জাকির হোসেন বাবলা (২৬)।

অভিযান পরিচালনাকারী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মাহাবুর আলম মন্ডল জানান, আটক ব্যক্তিরা কৌশলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চোলাই মদ এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকা থেকে গাঁজা এনে সিলেট শহরে বিক্রি করত। দীর্ঘ দিন ধরেই মাদক কেনাবেচার জন্য তারা দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার নদীর পাড় এলাকাকে ব্যবহার করত। গোপন সংবাদের ভিত্তিতে এবং সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সঞ্জয় সরকারের নির্দেশনার শুক্রবার সন্ধায় এ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সঞ্জয় সরকার জানান, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভার্থখলায় অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং-১১/০৯,০৩,২০১৯।

এ ধরনের অভিযান নিয়মিতই চলবে বলে জানান উপকমিশনার।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.