Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জকে মাদকমুক্ত করার ঘোষণা পৌর মেয়রের

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ১০ মার্চ, ২০১৯

মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। মাদকসেবী নিজেকে ধ্বংস করার পাশাপাশি একটি পরিবার, সমাজ, পরিবেশকে ধ্বংশের দিকে ধাবিত করে। সোনালি ভবিষ্যতকে অন্ধকার পথে এগিয়ে নিয়ে যায় মাদক। মাদকের ছোবল থেকে আগামীর প্রজন্মকে রক্ষা করতে হবে। গোলাপগঞ্জ পৌর এলাকাকে মাদকমুক্ত করতে সকলের সহযোগীতা প্রয়োজন।

শনিবার রাত ৯টায় উপজেলা পরিষদের সংলগ্ন মাঠে ওয়ার্ড ভিত্তিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল আহমদ জানালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী বলেন, মাদকের কুফল বলে শেষ করা যাবেনা।

ছাত্রনেতা হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল জলিল মাস্টার, এডভোকেট জয়নাল আবেদীন, বিশিষ্ট মুরব্বি মখলাছ আলী, সোনা মিয়া। এছাড়াও ৮নং ওয়ার্ডের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.