Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ৫৪১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১০ মার্চ, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে সুনামগঞ্জের ৯টি উপজেলার ৫৪১টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। রোববার (১০ মার্চ) সকাল ৮টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন প্রার্থীসহ ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি উপজেলার ১৩ লাখ ৬৩ হাজার ৬৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। তাদের মধ্যে নারী ৬ লাখ ৮১ হাজার ৪৪৮ জন ও পুরুষ ভোটার ৬ লাখ ৮২ হাজার ২২২ জন। এসব উপজেলার ৩১৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। এছাড়া ২২৩টি সাধারণ কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

জেলা রির্টানিং কর্মকর্তা মো.শরিফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত শান্তি পূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ। কোনও প্রকার অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, জেলার ১১টি উপজেলার মধ্যে গত শুক্রবার জামালগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া জগন্নাথপুর উপজেলায় গেলবার পুন: নির্বাচন হওয়ায় এখানে এ মেয়াদে কোনও নির্বাচন হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.