Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ত্রয়ী গ্রন্থের পাঠ পরিক্রমা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১০ মার্চ, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে ত্রয়ীগ্রন্থের পাঠ পরিক্রমা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (৯ মার্চ) রাতে শহরের মহসিন অডিটোরিয়ামে নাগরদোলা থিয়েটারের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাষা ও সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ড. হরিশংকর জলদাস।

ডা. বিনেন্দু ভৌমিকের কাব্য ‘মৌমিতাকে লিখা পদ্য’, কবি ও নাট্যকার জহিরুল মিঠুর কাব্য ‘নোঙর তার লুঠ হয়ে গেছে’ ও কয়েস সামীর গল্পগ্রন্থ ‘লাকি থার্টিন’ এই ত্রয়ীগ্রন্থ নিয়ে পাঠ পরিক্রমায় আলোচনা করেন গল্পকার, কবি ও সাংবাদিক আকমল হোসেন নিপু, লেখক ও সংস্কৃতিকর্মী অধ্যাপক কমলকলি চৌধুরী, ছড়াকার ও অধ্যাপক অবিনাশ আচার্য।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক দেবাশীষ চৌধুরী রাজা। আলোচনার ফাকে ফাকে কবিতা আবৃত্তি, গান ও নাটক পরিবেশন করেন শিল্পীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.