Sylhet Today 24 PRINT

সিলেটে অধূমপায়ীদের রেজিস্ট্রেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |  ১০ মার্চ, ২০১৯

সিলেটে প্রথম বারের মত ধূমপানের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকল প্রকার জর্দা ও সিগারেট পান থেকে যুব সমাজকে বিরত থাকার প্রতি উৎসাহ প্রদানে অধূমপায়ী সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সিলেটের ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন।

এ উপলক্ষে রোববার (১০ মার্চ) নগরীতে অধূমপায়ীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে সংগঠনটি। প্রায় দু’শতাধিক যুবক অধূমপায়ী হিসেবে হলফ নামায় স্বাক্ষর করে নাম রেজিস্ট্রেশন করেছেন।

এ ব্যাপারে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম আব্দুর রহমান বলেন, "একজন স্মার্ট যুব হিসেবে গড়ে উঠতে সুস্বাস্থ্য ও সুস্থ সামাজিক পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করাই এ সংবর্ধনার উদ্দেশ্য।আগামী ২৪ মার্চ পর্যন্ত আবেদনকারীদের তদন্ত সাপেক্ষে যাচাই-বাছাই করা হবে বলে উল্লেখ করেছেন"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.