Sylhet Today 24 PRINT

ইউএনওকে প্রত্যাহারের দাবিতে এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৯

হবিগঞ্জের বাহুবল উপজেলার উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) উপজেলা প্রকৌশলীকে ক্ষমতার অপব্যবহার করে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন মৌলভীবাজার এলজিইডির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে মৌলভীবাজার এলজিইডি কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ খানের সভাপতিত্বে ও সিনিয়র সহকারি প্রকৌশলী ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলার প্রকৌশলী জহির মেহেদী হাসান, সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারি প্রকৌশলী আব্দুল হাই বিশ্বাস ও হিসাব রক্ষক মো. ফারুক হোসেন।

এ সময় বক্তারা বলেন, বাহুবল উপজেলা প্রকৌশলী মহিউদ্দিন ভুয়া বিল ভাউচারে স্বাক্ষর না করায় ক্ষমতার অপব্যবহার করে ইউএনও মো. জসিম উদ্দিন থাকে গ্রেপ্তার করেন। যার প্রতিবাদে এ কর্মসুচি গ্রহণ করতে হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষমতার অপব্যবহারকারি ইউএনওকে অবিলম্বে প্রত্যাহারসহ তার বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.