Sylhet Today 24 PRINT

জুড়ীতে আ. লীগ প্রার্থীসহ ৩ জনকে জরিমানা

জুড়ী প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের প্রচার প্রচারণায় আচরণ বিধি ভঙ্গের অপরাধে মৌলভীবাজারের জুড়ীতে নৌকার প্রার্থীসহ তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে জুড়ী উপজেলায় পৃথক পৃথক অভিযানে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা জান্নাত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় যানবাহনে পোষ্টার লাগোনোর অপরাধে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানা আরা মিলিকে ১২ হাজার টাকা, ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনিকে ১০ হাজার টাকা ও বই প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েল আহমদকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা জান্নাত বলেন, আচরণ বিধি না মানায় জুড়ীতে তিন প্রার্থীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসন্ন উপজেলা নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়  এবং সবার কাছে গ্রহণ যোগ্যতা পায় সেজন্য আমাদের এ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.