Sylhet Today 24 PRINT

ইরান থেকে দেশে ফিরলেন পাচারের শিকার হওয়া ৩২ সিলেটি

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মার্চ, ২০১৯

ইরান থেকে দেশে ফিরেছেন পাচারের শিকার ৫৪ বাংলাদেশি যুবক। যাদের মধ্যে ৩২ জনই সিলেট বিভাগের বাসিন্দা।

মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১২টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে দেশে আসেন পাচারের শিকার ৫৪ যুবক।

ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের দেওয়া তথ্য অনুযায়ী, ইরান থেকে ইউরোপ পাচার হওয়ার সময় আটক হন বাংলাদেশের ৫৪ জন যুবক। ইরান পুলিশের কাছে আটক হওয়া ৫৪ জনের মধ্যে ৩২জনই সিলেট বিভাগের বাসিন্ধা। এই ৩২ জনের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ১৩ জন, সিলেটের ১ জন ও মৌলভীবাজারের ১ জন। বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হয়ে এই যুবকরা ইউরোপে যাবার জন্য উদ্বুদ্ধ হয়। দেশে ফিরে আসা সকল যুবক বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে আছেন। তাদের নাম ঠিকানা যাচাই বাঁচাই চলছে বলে জানা যায়।  

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, প্রতারণার শিকার হয়ে ইরান থেকে ফিরেছেন এই যুবকরা। তারা সবাই পাচারের শিকার। তাদের সবাইকে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে জরুরী খাবার ও পানি দেওয়া হয়েছে। ইমিগ্রেশন থেকে বের হওয়ার পর প্রয়োজন অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করবো আমরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.