Sylhet Today 24 PRINT

নির্বাচন আসলে আমাদের দেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়: সিইসি

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০১৯

উন্নত দেশে নির্বাচন হয় সম্পূর্ণ নিয়ম ও শিষ্টাচারে মধ্যে কিন্তু নির্বাচন আসলে আমাদের দেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার বাহিনী যুদ্ধ ঠেকাতে মাঠে নামে। একটা গণতান্ত্রিক দেশে তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইসি) কে এম নুরুল হুদা। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন৷

এসময় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে ভোটপগ্রহণে সকল ভোটার ও প্রার্থীদের এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে আলোকপাত করে সিইসি বলেন, কোনো এজেন্টকে যেন কেন্দ্র থেকে বের করে দেয়া না হয় সে ব্যাপারে আইনশৃংখলা বাহিনীকে ভূমিকা রাখতে হবে৷ 

তিনি আরো বলেন, নির্বাচনে আমরা শুধমাত্র স্থানীয় প্রশাসনকে কিছু নির্দেশনা দিয়ে থাকি। তারা নির্বাচন পরিচালনা করে৷ প্রশাসনের কর্মকমর্তাদের ভি-সেন্ট্রালাইজ করে দায়িত্ব দেয়া হয়। সুতরাং একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.