Sylhet Today 24 PRINT

বড়লেখায় বেতন বৈষম্য নিরসনে সহকারী শিক্ষকদের মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০১৯

প্রধান শিক্ষকের পরের ধাপ (১১তম) গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলা চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নিয়াজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নাজিম উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মানিক দেব নাথ, বড়লেখা উপজেলা সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লস্কর, বর্তমান কমিটির জ্যেষ্ঠ সহ সভাপতি শুভাশিস দে, সহ সভাপতি ফরিদ হোসেন আহাদ, সাংস্কৃতিক সম্পাদিকা মাধুরী চক্রবর্তী, অর্থ সম্পাদক জাকির হোসেন, ইকবাল হোসেন, ফারুক আহমেদ, এমরান হোসেন নামুন, সহকারী শিক্ষিকা সালমা বেগম, মাসুদা রহমান, অফিস সহায়ক মো. বাবর হোসেন শিপলু প্রমুখ।

এছাড়া মানবন্ধনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, ‘সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন পাওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। সহকারি শিক্ষকরা চারটি গ্রেডের বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে সহকারী শিক্ষকদের ন্যায্যতার ভিত্তিতে বৈষম্য নিরসনের আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.