Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা স্মরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০১৯

বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ দিবস উপলক্ষে শহীদ সুদেষ্ণা স্মরণে কমলগঞ্জের আদমপুরের দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের পুষ্পার্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (১৬ মার্চ) সকাল ১০টায় মণিপুরী ব্লাড ব্যাংকের পক্ষে শহীদ মিনারে সুদেষ্ণা স্মরণে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা সুরক্ষার দাবিতে ১৯৯৬ সালের ১৬ মার্চ ভারতের আসামে পুলিশের গুলিতে সুদেষ্ণা সিনহা শহীদ হয়েছিলেন।

দিবসটি উপলক্ষে ভাষা শহীদ সুদেষ্ণা স্মরণে কমলগঞ্জের মাধাবপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিংহ স্কুল এন্ড কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। তাছাড়া সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে পুরষ্কার বিতরণ করা হয়। মণিপুরী ব্লাড ব্যাংকের আয়োজনে  শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.