Sylhet Today 24 PRINT

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

তাহিরপুর প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

এ উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।

দিবসটি পালনের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাসপাতাল মসজিদের ইমাম হাফিজ নুর আলম।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও প্রধান সহকারী তৈইবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখে, ডা. মৃত্যুঞ্জয়, সুমন, সুমনী আক্তার, মহি উদ্দিন বিপ্লব, বেলায়েত হোসেন, মীর শাহানুর হোসেন, মো. মকবুল হোসেন, নজরুল ইসলাম, আজরফ হোসেন প্রমুখ।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

পরে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন, কবিতা ও ছড়া আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.