Sylhet Today 24 PRINT

সিলেটে উত্তাপ ছড়ায়নি ভোট

নিজস্ব প্রতিবেদক |  ১৮ মার্চ, ২০১৯

সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজারের ১৯টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এবারের উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। ভোটের মাঠ ছিল অনেকটাই নিরুত্তাপ।

সোমবার (১৮ মার্চ) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে দেখা যায় ভোটারদের উপস্থিতি সব জায়গাতেই কম।

ভোটারদের লক্ষণীয় উপস্থিতি তেমন কোথাও দেখা যায়নি। দুই-একজন করে কিছুক্ষণ পরপর ভোট দিতে আসছেন। আবার অনেক কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১০-১২টি ভোট পড়েছে এমন খবরও পাওয়া গেছে।

উৎসবের ভোটে ভোটারদের উপস্থিতি না থাকায় ভোট অনেকটা উৎসবহীনে পরিণত হয়েছে।

সিলেট ও মৌলভীবাজারের ১৯টি উপজেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩০ লাখ ৯১ হাজার ২২১ ভোটার ১৩৩৫ ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সিলেট জেলার ১২ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮ হাজার ৯০ জন, মহিলা ভোটার ৮ লাখ ৮৫ হাজার ৬২০ জন। মোট ভোটকেন্দ্র ৮১৫টি।

মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫২ হাজার ২৬৪ জন ও ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন হলেন মহিলা ভোটার। ৫ পৌরসভা আর ৬৭ ইউনিয়নের এ জেলায় ভোট কেন্দ্র ৫১৯টি। ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৩৯৩ টি। এর মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৩ হাজার ৭৬ টি ও অস্থায়ী ভোট কক্ষ ৩১৭টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.