Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে কালি বিভ্রাট

উপজেলা পরিষদ নির্বাচন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০১৯

ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন কেন্দ্রে সরবরাহকৃত কালিতে সমস্যা দেখা দিয়েছে। ভোটারদের অভিযোগ, কালি ঠিকমত ব্যালটে পেপারে বসছে না।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টায় দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, ভাড়াউড়া চা বাগান, আমরাইল চা বাগানের কেন্দ্র ঘুরে কালির বিভ্রাটের এ চিত্র দেখা যায়।

নাম প্রকাশ অনিচ্ছুক প্রিজাইডিং কর্মকর্তারা বলেন, বিষয়টি আমাদের জন্য বিব্রতকর ৷ গত সংসদ নির্বাচনে ব্যবহৃত স্ট্যাম্প-প্যাড দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

অনেক জায়গায় প্রার্থীরা নিজেরাই স্ট্যাম্প-প্যাড ও কালি সরবরাহ করছেন বলে জানা যায়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু লায়েস দুলাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে কালি ও স্ট্যাম্প প্যাড সরবরাহের ব্যবস্থা করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.