Sylhet Today 24 PRINT

১০ বছর পর নির্বাচন, তবু আসেননি ভোটার

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে সোমবার (১৮ মার্চ) সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে দীর্ঘ ১০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটারদের উপস্থিতি ছিল কম। সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি থাকলেও দুপুরের পর ভোটার শূন্য হয়ে যায় বেশীর ভাগ কেন্দ্র।

বেলা  ২ টায় ঘিলাছড় জামেয়া মাদ্রাসায় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রটি ভোটারশূন্য। একই অবস্থা বঙ্গবন্ধু  সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদে দেউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বেলা পোনে বারটায় ফরিদপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ছিল ভোটার শূন্য। সকালে অন্য সেন্টারে কিছু সংখ্যক ভোটার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে।

এদিকে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে সর্বোচ্চ সতর্কবস্থায় ছিল পুলিশ। নির্বাচনকে ঘিরে উপজেলায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ৫ টি ইউনিয়নের ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে একযোগে চলে এ ভোটগ্রহণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.