Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে কে কত ভোট পেলেন

উপজেলা পরিষদ নির্বাচন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৯ মার্চ, ২০১৯

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (নৌকা) ৪৯ হাজার ৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সিলেট মহানগর মহিলা যুবলীগের সভাপতি নাজিরা বেগম শীলা।

চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মাওলানা রশিদ আহমদ (আনারস) পেয়েছেন ১৫ হাজার ৯২ ভোট।

ইসলামী ঐক্যজোটের প্রার্থী জাহির উদ্দিন (মিনার) পেয়েছেন ১৫৪৪ ভোট।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বই প্রতীকের মনসুর আহমদ। তিনি পেয়েছেন ৩৫ হাজার ১৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল আহাদ (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ১৩ হাজার ৮০২ ভোট। এছাড়া দিলোয়ার হোসেন দিপন (তালা) ৮হাজার ১৫৪ ভোট ও শাহিন আহমদ (উড়োজাহাজ) ৭ হাজার ৪০৮ ভোট পেয়েছেন। ভোট বর্জন করেও ভাইস চেয়ারম্যান প্রার্থী শরিফ উদ্দিন শরফ (চশমা) পেয়েছেন ৫১৪ মোট।

এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজিরা বেগম শীলা (ফুটবল) ৪০ হাজার ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্য প্রার্থীদের মধ্যে মাছুমা সিদ্দিকা (পদ্ম ফুল) ১৫ হাজার ২৩২ ভোট, নার্গিস পারভীন (কলস প্রতীক) ৮ হাজার ২৯১ ভোট পান।

সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২২হাজার ৫শত ৫৯ জন। তাদের মধ্যে ৬৭ হাজার ৭শত ৭০জন ভোটার হাতের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রয়োগের হার ছিল ৩০.৪৫%।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.