Sylhet Today 24 PRINT

জাফলং বেড়াতে এসে প্রাণ গেলো সেনা সদস্যের স্ত্রী-ছেলের

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৯ মার্চ, ২০১৯

সিলেটের পর্যটন কেন্দ্র গোয়াইনঘাটে ভ্রমণে এসে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেনা পরিবারের দুই সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- সেনা বাহিনীর সার্জেন্ট সুজা আহমেদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ আহমেদ (৬)।

এ দুর্ঘটনায় সেনা সদস্য সুজা আহমেদ ও তাদের সাথে আসা  আবদুর রশিদের ছেলে মাহিন, সজিব, ও গাড়ি চালক জামিল আহমদ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল জানান,  ঢাকা সেনানীবাস থেকে মঙ্গলবার সেনা সদস্য সুজা আহমেদ তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে বিছনাকান্দি বেড়াতে এসেছিলেন। সেখান থেকে দুপুরে জাফলং যাওয়ার পথে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী ইলোরা পারভীন ও ছেলে সাজিদ আহমেদ নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.