Sylhet Today 24 PRINT

বড়লেখায় রাহেনার হ্যাটট্রিক জয়

বড়লেখা প্রতিনিধি |  ১৯ মার্চ, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটে জয়ের মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা হ্যাটট্রিক করেছেন।

সোমবার (১৮ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পদ্মফুল প্রতীকে ২৩ হাজার ৭ শত ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুন্না আক্তার মুন্নি ফুটবল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩ শত ১৮ ভোট। নিকটতম প্রার্থীর চেয়ে ৯ হাজার ৪ শত ৪১ ভোট বেশী পেয়ে তিনি নির্বাচিত হন।

এ নিয়ে টানা তিন ৩য় বার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাহেনা। এর আগে ২০০৯ সালে প্রথমবার ও ২০১৪ সালে দ্বিতীয়বারের মত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

সোমবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।

অন্যদিকে ১১ হাজার ৩১ ভোট পেয়েছেন তীর ধনুকের প্রার্থী নাজমা বেগম, ৯ হাজার ৮ শত ৮৯ ভোট পেয়েছেন বৈদ্যুতিক পাখার প্রার্থী ফারহানা বেগম, ৪ হাজার ১ শত ৯০ ভোট পেয়েছেন হাঁস প্রতীকের প্রার্থী আমিনা বেগম, ২ হাজার ৮ শত ৬১ ভোট পেয়েছেন প্রজাপতি প্রতীকের প্রার্থী হাজেরা বেগম ও ২ হাজার ৫ শত ৩০ ভোট পেয়েছেন কলস প্রতীকের প্রার্থী মোছাম্মাৎ রাজিয়া বেগম চৌধুরী।

প্রসঙ্গত, এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৬১টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ১৬৩। ভোট পড়েছে ৭১ হাজার ৪ শত ৪৪ টি (শতকরা হার ৪২.৪৮)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.