Sylhet Today 24 PRINT

১৭৫ ভোটের ব্যবধানে জয়ী তাজ

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচন

বড়লেখা প্রতিনিধি |  ১৯ মার্চ, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটে মৌলভীবাজারের বড়লেখায় ভাইস চেয়ারম্যান পদে পৌরসভার সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন টিয়া প্রতীকে ২৪ হাজার ৯ শত ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল নূর তালা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮ শত ১৬ ভোট। তাজ জয়ী হয়েছেন ১৭৫ ভোটে। তাজ উদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি।

সোমবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন।

অন্যদিকে ১৪ হাজার ৪ শত ২৬ ভোট পেয়েছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু ও উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আজিজুর রহমান পেয়েছেন ৪ হাজার ৪ শত ৬০ ভোট।

প্রসঙ্গত, এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৬১টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ১৬৩। ভোট পড়েছে ৭১ হাজার ৪ শত ৪৪ টি (শতকরা হার ৪২.৪৮)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.