Sylhet Today 24 PRINT

নিজ কেন্দ্রেই হারলেন ইসলামী ঐক্যজোটের জাহির

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২০ মার্চ, ২০১৯

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাহির উদ্দিন নিজ কেন্দ্রেই পরাজিত হয়েছেন। তার নিজ কেন্দ্র ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর (নৌকা) কাছে ২৪৭ ভোটে পরাজিত হন।

বেসরকারি ফলাফলে উপজেলা নির্বাচন অফিসে এ তথ্য পাওয়া গেছে। এ কেন্দ্রে জাহির উদ্দিন (মিনার) পেয়েছেন ২১৪ ভোট। অন্যদিকে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী পেয়েছেন ৪৬১ ভোট। এ কেন্দ্রে অন্য প্রার্থী মাওলানা রশিদ আহমদ (আনারস) পেয়েছেন ১৮৯ ভোট।

উল্লেখ্য,  গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মাওলানা রশিদ আহমদকে ৩৪ হাজার ৫ শত ৬৮ ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত পরাজিত করে বিজয়ী হয়েছেন তিনি। এর আগে ইকবাল চৌধুরী ২০০৯ সালেও এডভোকেট মাওলানা রশিদ আহমদকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনের বেসরকারি ফলাফলের ঘোষণা অনুযায়ী এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী (নৌকা) পেয়েছেন ৪৯ হাজার ৬ শত ৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা রশিদ আহমদ (আনারস) পেয়েছেন ১৫ হাজার ৯২ ভোট। এছাড়াও অপর প্রার্থী  ইসলামি ঐক্যজোটের জাহির উদ্দিন (মিনার) পেয়েছেন ১৫ শত ৪৪ ভোট।

গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৫ শত ৫৯ জন। তাদের মধ্যে ৬৭ হাজার ৭ শত ৭০ জন ভোটার হাতের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রয়োগের হার ছিল ৩০.৪৫%।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.