Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ঔষধের দোকানে কসমেটিক বিক্রি

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২০ মার্চ, ২০১৯

হবিগঞ্জের আজমিরিগঞ্জে বিভিন্ন ফার্মেসিতে প্রসাধনী সামগ্রী বিক্রি করার জন্য ১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মেয়াদ উর্ত্তীন কসমেটিক ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে আরো দুটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।

বুধবার (২০ মার্চ) দুপুরে আজমিরীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বিভিন্ন অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

হবিগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসায়িরা অনিয়ম করছেন বলে অভিযোগ আসছিল। তাই এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঔষধ ঘর নামে এক ফার্মেসিকে প্রসাধনী রাখার অভিযোগে এক হাজার টাকা, মেয়াদ উর্ত্তীন কসমেটিক রাখার দায়ে ফয়েজ ষ্টোরকে দুই হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে তনয় মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

হবিগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.