Sylhet Today 24 PRINT

ফেসবুকে প্রধানমন্ত্রীর সম্মানহানিকর ছবি, গোয়াইনঘাটে গ্রেপ্তার ১

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৯

প্রধানমন্ত্রীর সম্মানহানিকর ছবি ও রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে গোয়াইনঘাট থেকে ১ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম মো. এবাদুর রহমান (১৯)। তিনি গোয়াইনঘাট থানাধীন খাসমৌজা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।  

বুধবার (২০ মার্চ) ভোর সাড়ে ছয়টায় গোয়াইনঘাট থানাধীন খাসমৌজা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও সাংসদদের সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয় বলে জানায় র‌্যার।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত এবাদুর দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তি বর্গসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মান হানি ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, দর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল সহকারী পুলিশ সুপার এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন খাসমৌজা এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের পূর্বক তাকে সিলেটের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।    

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.