Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরকে হাওরাঞ্চল উপজেলা ঘোষণার দাবিতে মাবববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ মার্চ, ২০১৯

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে হাওরাঞ্চলের উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাওরপাড়ের কৃষকগণসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র বর্মণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, শিক্ষক নাজমা বেগম, রণজিৎ তালুকদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘উপজেলার সিংহভাগ এলাকায়ই হাওর অধ্যুষিত। কিন্তু বিশ্বম্ভরপুর উপজেলাকে বাদ দিয়ে অপেক্ষাকৃত উজান এলাকাকে হাওরাঞ্চল ঘোষণা করা হয়েছে।’

অবিলম্বে এই উপজেলাকে হাওরাঞ্চলের উপজেলা ঘোষণার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.