Sylhet Today 24 PRINT

মণিপুরী ভাষা উৎসব শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ২১ মার্চ, ২০১৯

মণিপুরী ভাষাকে বাংলাদেশ প্রেক্ষাপটে বাঁচিয়ে রাখার ও বিকশিত করার জন্য একাদশ মণিপুরী ভাষা উৎসব ২০১৯ আগামীকাল শুক্রবার (২২ মার্চ) অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে সকাল ১০টায় র‌্যালি, বেলা সাড়ে ১১টায় মণিপুরী ভাষা-সাহিত্য-ইতিহাস বিষয়ক লিখিত পরীক্ষা ও প্রশ্নোত্তর পর্ব। আর বিকেল সাড়ে ৩টায় থাকবে পুরস্কার বিতরণ।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ উৎসবের উদ্বোধন করবেন নীলিমা এস সি সিনহা ট্রাস্টের চেয়ারম্যান এস সি সিনহা। সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ ও রাজা জি সি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.