Sylhet Today 24 PRINT

মাধবপুরে চা শ্রমিকদের আড়াই কোটি টাকার ভাতা বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৯

মাধবপুরে পাঁচটি চা বাগানের ৪ হাজার ৫শ ১৪ জন চা শ্রমিক ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির এককালীন অনুদান এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির ২ কোটি ৫৩ লাখ ৪ হাজার টাকার ভাতা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুমে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি প্রধান অতিথি  হিসাবে উপস্থিত থেকে ভাতা বিতরণ করেন।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা রানি দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।

আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, হবিগঞ্জ জেলা সমাজ সেবার উপ-পরিচালক হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, শাহাব উদ্দিন, ফারুক পাঠান, আপন মিয়া, আরিফুর রহমান আরিফ, সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, সাংবাদিক শংকর পাল সুমন, আইয়ুব খান, চা শ্রমিক নেতা রবীন্দ্র গৌড়, সাইমন মরমু।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী মো. এরশাদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.