Sylhet Today 24 PRINT

ছাতকে শিশু হত্যার দায়ে একজনের ফাঁসির রায়

নিজস্ব প্রতিবেদক |  ০২ এপ্রিল, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে পূর্ব বিরোধের জের ধরে এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিম আহমদ ছাতকের পীরপুর গ্রামের মস্তব আলীর ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৮ নভেম্বর গ্রামের পুকুর থেকে জুবেলের লাশ উদ্ধার করে পুলিশ। মোবাইল কেনাবেচা নিয়ে পীরপুর গ্রামের মুক্তিযোদ্ধা রমজান আলীর পরিবারের সঙ্গে সেলিমের বিরোধ চলছিল। এর জেরে রমজানের ছেলে জুবেলকে শ্বাসরোধ করে হত্যা করে সেলিম।

ঘটনার পরদিন নিহতের ভাই রুহেল আহমেদ সেলিমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

২০১৪ সালের জানুয়ারিতে তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালত এ মামলার বিচারকাজ শুরু করে।  

অপরাধ প্রমাণিত না হওয়ায় বাকিদের মামলা থেকে খালাস দেন বিচারক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.