Sylhet Today 24 PRINT

সাহায্য কমে গেছে, রোহিঙ্গাদের খাওয়ার ব্যবস্থা করাই মূল সমস্যা: পররাষ্ট্রমন্ত্রী

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৫ এপ্রিল, ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন রোহিঙ্গারা যাতে নিজেদের দেশে ফেরত যায় সে ব্যাপারে আমরা সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছি। রোহিঙ্গারা যাতে তাদের এলাকা ছেড়ে না যায় সে ব্যবস্থাও নিচ্ছি৷

তিনি বলেন, মূল সমস্যাটি হচ্ছে এই ১২ লক্ষ রোহিঙ্গার থাকা খাওয়ার ব্যবস্থা করা৷ আগে অনেক বৈদেশিক সাহায্য আসত এখন সেটা অনেক কমে গেছে৷ সামনের বৃষ্টির মৌসুমে ভূমিধস হয় তখন তাদের কিভাবে নিরাপদে রাখব সেটা নিয়ে আমরা চিন্তিত৷

শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল ভ্রমণে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে রোহিঙ্গা ইস্যুতে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে ৩৫ টি দেশের রাষ্ট্রদূতদের নিয়ে চায়ের দেশ হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে বেড়াতে আসেন মন্ত্রী। দুপুরের শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

রোহিঙ্গা শিশুদের নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গা শিশুদের বাংলা শিখিয়ে তো লাভ নেই, একদিন তো তারা নিজেদের দেশ মায়ানমারে ফিরে যাবে সেখানে তারা তাদের নিজেদের ভাষায় শিক্ষিত হবে৷

মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আর্ন্তজাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা তাদের পরিবার নিয়ে শ্রীমঙ্গল আসেন। তাদেরকে মনিপুরি নৃত্যে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তারা বিভিন্ন চা-বাগান ও আদিবাসী পাড়াসহ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এলাকা ঘুরে বেড়ান।

ভ্রমণদলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ ৩৫টি দেশের রাষ্টদূত ও তাদের পরিবারে সদস্যরা রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.