Sylhet Today 24 PRINT

রোববার থেকে নগরীতে অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০১৯

সিলেট নগরীতে অবৈধভাবে গড়ে উঠা গ্যাস সিলিন্ডারের দোকান বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন। রোববার সকাল থেকেই শুরু হবে এই অভিযান।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে নগর ভবনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে মেয়র বলেন, সিলেট নগরীতে যত্রতত্রভাবে গড়ে উঠেছে শত শত অবৈধ গ্যাস সিলিন্ডারের দোকান। সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণভাবে বিক্রি হচ্ছে এসব গ্যাস সিলিন্ডার। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকির মধ্যে রয়েছে এসব দোকানের আশপাশের মার্কেট ও বিপণী বিতান। এছাড়া যেকোনো সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় মানুষের প্রাণহানিরও শঙ্কা রয়েছে। এ অবস্থায় যথাযথ নিয়ম না মেনে চলা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সিটি করপোরেশন।

৫ এপ্রিল শুক্রবার বেলা আড়াইটার দিকে উত্তর বাগবাড়ি মদিনা মার্কেট রোড এলাকায় স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড নামক প্রতিষ্ঠানে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরিত সিলিন্ডারটি উড়ে গিয়ে আঘাত করে সড়ক দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিককে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা। তবে পার্কিংয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে আঘাত করলে সেটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনার পরপরই অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তাৎক্ষণিকভাবে ডাকেন জরুরী বৈঠক।

বৈঠকে রোববার সকাল থেকে নগরীতে অবৈধভাবে গড়ে উঠা গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. ইউনুসুর রহমান, সিসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান, সিসিকের ভারপ্রাপ্ত সচিব নুর আজিজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিভুতি ভুষন ব্যানার্জী, জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেমস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আব্দুল মুমিম, উপ-মহাব্যবস্থাপক শামসুল আলম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম, জেলা প্রেসক্লাবের সহসভাপতি সাত্তার আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সাবেক সভাপতি আশরাফুল কবির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মোহাম্মদ রফিসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.