Sylhet Today 24 PRINT

নগরের বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজ চক্রের চার সদস্য গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৯

নগরের বিভিন্ন স্থান থেকে ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে অপহরণ ও চিহ্নিত চাঁদাবাজ চক্রের ৪ জন সদস্যকে আটক করেন।

আটককৃতরা হলেন (১) সুনামগঞ্জের ছাতক উপজেলার সোনাহর আলীর ছেলে তারেক  আহমদ (৩৫),বর্তমানে রায়নগর এলাকার বাসিন্ধা। সিলেটের জৈন্তাপুর উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে সাহেদুল ইসলাম রাজু (২৫), বর্তমানে রায়নগর এলাকার বাসিন্ধা। সুনামগঞ্জের ছাতক উপজেলার আব্দুল মনাফের ছেলে আলী রাজা রাজন (৩২), বর্তমানে সাগরদিঘীরপাড় এলাকার বাসিন্ধা ও একই জেলা ও উপজেলার মো. মোখলেছুর রহমানের ছেলে চুন্নু (৩৯)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আটককৃতদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভিকটিম মোহাম্মদ আলী এর নিকট থেকে জোরপূর্বক আদায়কৃত নগদ ৩০হাজার টাকা ও ১টি অলিখিত নন জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার মূলে জব্দ করা হয়। এই সংক্রান্তে অপহৃত ভিকটিম মোহাম্মদ আলী বাদী হইয়া এজাহার করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং- ৪৬, তাং- ২৩/০৪/২০১৯ খ্রিঃ ধারা- ৩৬৫/৩৮৫/৩৮৬/৩২৩/৫০৬/১০৯ পেনাল কোড রুজু করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.