Sylhet Today 24 PRINT

কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের অবস্থা উন্নতির দিকে

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের লাউয়াছড়া বনের জানকিছড়া থেকে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো নবজাতকের অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। মেডিকেল টিম গঠন করে মৌলভীবাজার সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে।

শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়লে শ্রীমঙ্গল থেকে তাকে বুধবার রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এই হাসপাতালের স্ক্যানো ওয়ার্ডে চলছে তার চিকিৎসা।

মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী সোম কানুনগো জানান, ৫ সদস্য বিশিষ্ট চিকিৎসক কমিটি বসিয়ে তার চিকিৎসা চালানো হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: প্রভাত রঞ্জন দে'র সাথে কথা বলে তাঁর পরামর্শে চিকিৎসা চালানো হচ্ছে।

কমলগঞ্জ থানার ওসি এবং সমাজ সেবা কার্যালয়ের লোকজন এসে শিশুটিকে দেখে গেছেন বলে জানান এই চিকিৎসক।

গত বুধবার (২৪ এপ্রিল) সকালে শিশুটিকে উদ্ধারের পর সারাদিন পুলিশি প্রহরায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, বুধবার রাত দশটার দিকে হঠাৎ করে শিশুটির শ্বাসকষ্ট শুরু হলে তাকে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.