Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের হালির হাওর পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৭ মে, ২০১৯

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।

সোমবার (৬ মে) সকালে বেহেলী ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হালির হাওরের কয়েকটি স্থান পরিদর্শন করেন তিনি। এসময় তিনি কৃষক-কৃষাণীদের সাথে বর্তমান পরিস্থতি, ধান কাটা মাড়াইসহ গোলায় তোলা নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন, পাউবোর উপ-সহকারি প্রকৌশলী নিহার রঞ্জন দাস, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. রজব আলী, ব্যবসায়ী মো. দুলাল মিয়া, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারি সৌরভ রায় পার্থ, মো. ফারুক আহমদ প্রমূখ।

পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল কৃষক-কৃষানীদের দুই এক দিনের মধ্যে হাওরের কাটা ধান শুকিয়ে যত দ্রুত সম্ভব গোলায় তোলার জন্য বলেন। যে কোন দূর্যোগকালীন কৃষকের সমস্যায় উপজেলা প্রশাসন সহায়তার হাত নিয়ে পাশে থাকবে বলেও কৃষকদের আশ্বাস দেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.