Sylhet Today 24 PRINT

মানবিক বিশ্ব বিনির্মাণে রবীন্দ্রনাথ

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ মে, ২০১৯

"মানবিক বিশ্ব বিনির্মাণে রবীন্দ্রনাথ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী।

বুধবার বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রোকনউদ্দিন।

স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ফজলুল আলী, অপূর্ব কান্তি ধর, আব্দুল মতিন, খালেদ চৌধুরী, আ স ম সালেহ সোহেলসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহার সার্বিক তত্ত্বাবধানে ও সুশিপ্তা দাশের উপস্থাপনায় আলোচনাপর্বের পরপরই রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। সঙ্গীত পরিবেশন করে সুপ্রিয়া মিশ্র, উপমা উর্বশী, বাপন পাল, বন্যা, স্নেহা পাল, সুইটি দাশ, সমীরণ চক্রবর্তী। নৃত্য পরিবেশন করে আফরিনা খানম ও সুমাইয়া খানম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.