Sylhet Today 24 PRINT

বজ্রপাতে পুড়ে গেছে পাওয়ার কার্ড: ১২ দিন ধরে বিকল কমলগঞ্জের সব ল্যান্ডফোন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ মে, ২০১৯

বজ্রপাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা টিএন্ডটি টেলিফোন এক্সচেঞ্জের স্যুইচ কক্ষের পাওয়ার কার্ড পুড়ে গেছে। এতে গত ১২ দিন ধরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সবগুলো কার্যালয়সহ উপজেলার বেসরকারী সকল ল্যান্ডফোন বিকল হয়ে পড়েছে। দুর্ভোগের শিকার ল্যান্ডফোন গ্রাহকরা।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১২ দিন ধরে তাদের বিভিন্ন বিভাগীয় অফিসের ল্যান্ডফোন বিকল থাকায় তারা টিএন্ডটির ফোন ব্যবহার করতে পারছেন না। কমলগঞ্জ উপজেলা টিএন্ডটি ফোন এক্সচেঞ্জ তাদের জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পুড়ে যাওয়া পাওয়ার কার্ড অপসারণ করে সেখানে নতুন পাওয়ার কার্ড স্থাপন না করা পর্যন্ত ল্যান্ডফোনগুলি এভাবে বিকল থাকবে।

কমলগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, গত ২৯ এপ্রিল থেকে ল্যান্ডফোন বিকল রয়েছে। মুঠোফোনে কথা বলা গেলেও অফিসিয়াল কাজে জেলা অফিস এমনকি ঢাকায়ও কাজ করতে ল্যান্ড ফোন ব্যবহার করতে হয়। এ অবস্থায় তারা দুর্ভোগে আছেন। একই কথা জানান কমলগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারাও।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, কমলগঞ্জ উপজেলা টিএন্ডটি টেলিফোন এক্সচেঞ্জের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রামজিৎ সিংহের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন ২/১ দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।

কমলগঞ্জ উপজেলা টিএন্ডটি টেলিফোন এক্সচেঞ্জের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রামজিৎ সিংহ মুঠোফোনে বলেন, ঘূর্নিঝড় ফণীর আঘাতের আগে বজ্রপাতে সুইচ কক্ষের বোর্ডের পাওয়ার কার্ড পুড়ে গেছে। ফলে কমলগঞ্জ উপজেলার সবগুলি ল্যান্ডফোন বিকল হয়ে গেছে।  আগে কমলগঞ্জ উপজেলা সদরে দুই শতাধিক ল্যান্ডফোনের সংযোগ ছিল। এখন মাত্র ৮২টি সংযোগ আছে। ৮২টি সংযোগই এখন বিকল। তবে ঢাকা থেকে পাওয়ার কার্ড আসার পর খুব সম্ভব আগামী রোববার আবারও ল্যান্ডফোনগুলি সচল হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.