Sylhet Today 24 PRINT

মাধবপুরে সোনাই নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাধবপুর প্রতিনিধি |  ১২ মে, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীর দখল করে ২ কিলোমিটার জুড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১২ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

মাধবপুর পৌর শহরে সোনাই নদীর দুই পাড়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা ইমারতসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ভিটা গড়ে তুলে। এর ফলে দিনে দিনে সোনাই নদী সংকোচিত হয়ে খালে পরিণত হয়।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, নদীর পাড়ে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এগুলো উচ্ছেদ করে জনচলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এ উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। এছাড়া বাজারের ভেতরে সরকারি জায়গা দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে এগুলো উচ্ছেদ করা হবে।
উচ্ছেদের সময় পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.