Sylhet Today 24 PRINT

নোংরা পরিবেশ ও বাসি খাবার: নগরীতে তিন রেস্টুরেন্টকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক  |  ১৪ মে, ২০১৯

সিলেট নগরীর তিনটি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নোংরা, অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশনের দায়ে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া। প্রায় দেড়ঘন্টা চলে এ অভিযান।

এসময় নগরের লালবাজারের সাদিয়া রেস্টুরেন্টকে ৩০ হাজার, সিটি হাট রেস্টুরেন্টকে ৩০ হাজার ও পড়শী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, নোংরা, অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশনের ৩টি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.