Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে ৭টি বোমা মেশিন পুড়িয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০১৯

অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত সাতটি যন্ত্রদানব বোমা মেশিন জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

উপজেলার ভোলাগঞ্জ এলাকায় বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চলে। উপজেলা টাস্কফোর্সের অভিযানের বিষয়টি টের পেয়ে বোমা মেশিনের মালিকরা আগেই পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জির নেতৃত্বে টাস্কফোর্স অভিযানে পুলিশ এবং বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জি বলেন, কোনোভাবেই পরিবেশ ক্ষতি করে পাথর উত্তলন করতে দেয়া হবে না। বোমা মেশিনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও বৃদ্ধি করা হবে অভিযান। ভোলাগঞ্জ ডাম্পিং প্রেস ও গুচ্ছ গ্রামের পাশে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.