Sylhet Today 24 PRINT

নগরের হাওলাদার পাড়ায় টিলা কাটতে গিয়ে আহত ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ মে, ২০১৯

সিলেট নগরের হাওলদার পাড়ায় মাটি কাটার সময় টিলা ধসে মাটির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয়েছেন ঠিকাদার ফকির মিয়া (৫০)। তিনি বর্তমানে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

ফকির আলী সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের আখালিয়া বড়বাড়ির জব্বার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের হাওলদার পাড়ার অজিৎ দাসে টিলা কাটার কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। কাজ চলাকালীন টিলা ধস নামে। এ সময় ঠিকাদার ফকির মিয়া মাটির নিচে চাপা পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, জালালাবাদ থানা এলাকায় কোথাও টিলা ধসে কোনো শ্রমিক আহত বা নিহত হওয়ার খবর নেই আমাদের কাছে। তবে গাড়ির সাথে ধাক্কা খেয়ে একজন পুরুষ আহত হয়ে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে শুনেছি । তবে তার বয়স বা অন্যান বিষয় সম্পর্কে এখনো অবগত হইনি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.